#মোঃ মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহী : রাজশাহী জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র সাইদুর রহমান( মুন্টু) বিরুদ্ধে গত ৩১আগস্ট ২০২৪ তারিখে পৌরসভা ও দুর্গাপুর উপজেলা কমিটি কর্তৃক একটি অভিযোগ প্রকাশ্যে আসে।
উল্লেখ থাকে যে তার ছত্রছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌরসভা ও উপজেলায় চাঁদাবাজি ও দোকানপাট দখল ইত্যাদি অপকর্মে লিপ্ত হয় যেটা সাংগঠনিক কর্মকান্ড দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএন পি, রাজশাহী জেলা। উক্ত অভিযোগের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যথাযথ উত্তর প্রদান করেন সাইদুর রহমান মুন্টু, এবং তার বিরুদ্ধে অভিযোগ এর সত্যতা না থাকায় স্থানীয়ভাবে উক্ত দরখাস্তের যে বিবরণী প্রমাণিত না হওয়ায় তা প্রত্যাহার করা হলে ২৮নভেম্বর ২০২৪তারিখে তথ্য প্রকাশ পায় এবং সেহেতু আগামীতে দলে অংশগ্রহণ কোন বাধা আপত্তি রইল না।
প্রকাশ থাকে যে, জেলা সদস্য হিসেবে সাংগঠনিক কাজ গঠনতন্ত্র মোতাবেক পালন করার নির্দেশ প্রদান করেন অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী জেলা, রাজশাহী। সাইদুর রহমান মুন্টুর কাছে অভিযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে যাহা প্রমাণিত হলো#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর