প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:২২ পি.এম
তাহেরপুর পৌরসভায় আওয়ামীলীগের লিফলেট বিতরণকালে আটক ১

নাজিম হাসান,রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় রাতের আঁধারে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আট বাবু গুরুপের একজনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিনগত রাত দেড় টার সময় তাহেরপুর হাটে লিফলেট বিতরণের সময় নৈষপ্রহরী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছ। গ্রেফতারকৃতর নাম আলমগীর হোসেন। বাবার নাম আলী হোসেন। তার বাড়ি পৌরসভার ২নং ওয়ার্ড চকিরপাড়া মোহল্লায়। মোহল্লায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার দিনগত গভীর রাতে গ্রেফতারকৃত আলমগীর হোসেন তাহেরপুর হাটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে। এসময় নৈষপ্রহরী তাকে দেখতে পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের খবর দেয়। পরে তাকে আটক করে তাহেরপুর পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ আলমগীর হোসেকেে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর