নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়েগেছে। (শনিবার ১০ মে) সন্ধ্যা রাতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে নগদ টাকা,স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে, চকিরপাড়া মহল্লার সামাদ সরকারের ছেলে মুদি দোকানদার সোহেল সরকারের ঢেড় টিনের তৈরী বাড়িতে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আকস্মিকভাবে আগুন দেখে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় জনতা। এসময় মুহুর্ত্বের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। পরে আশ পাশের কয়েকটি গ্রামের মানুষ খবর পেয়ে দৌড়ে এসে পুকুর থেকে বালতির মধ্যে পানি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই তার দুটি ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সোহেল সরকার জানান, আমি আমার দোকানে ছিলাম। এবং মানুষ মুখে খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে দেখি দুটি ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েগেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আমার প্রায় ১৩ লাখ টাকার মালামালসহ নগদ ২ লাখ ২৫ হাজার টাকা পুড়ে গেছে। তিনি এখন পথে বসে গেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর