মোঃ আব্দুল বাতেন: তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল অলিম্পিয়াড প্রতিযোগিতা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
মোট ২ হাজার ৫৯৭ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এই অলিম্পিয়াডে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন প্রতিযোগিতা তাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করবে এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। অভিভাবকরা বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, “বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, শিগগিরই ফলাফল প্রকাশ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষা, সৃজনশীলতা ও তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এই অলিম্পিয়াড শিবগঞ্জের শিক্ষাঙ্গনে এনে দিয়েছে এক নতুন অনুপ্রেরণার দোলা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর