মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে (গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন) সুসম্পন্ন হয়েছে।
জানা গেছে, আজ ১৬-নভেম্বর (শনিবার) দিনভর তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন অনুষ্টিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা ব্যালট পেপারের মাধ্যমে ভোটের লড়াই করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) সহ অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন মিডিয়াকর্মী ভোট পর্যবেক্ষণ করেন। এর আগে গত ২- রা নভেম্বর (শনিবার) তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বণিক সমিতির কার্যালয়ে তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন উপলক্ষে, সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে অংশগ্রহণ কারি প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল)। গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির সাবেক সভাপতি, সারোয়ার জাহান (ছাতা) প্রতীক ও বিশিষ্ট ব্যবসায়ী ও তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক, টিপু সুলতান, সাধারণ সম্পাদক পদে (আম) প্রতিক পেয়েছেন। আর সাজ্জাদ হোসেন পেয়েছেন (ফুটবল) ও তৌহিদুল ইসলাম চশমা প্রতিক বরাদ্দ পেয়েছেন।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে শ্রী রান্টু হালদার পেয়েছেন চাকা, তুহিন পারভেজ মোরগ ও আব্দুর রহমান তালাচাবি প্রতিক পেয়েছেন। আজ ১৬- নভেম্বর (শনিবার) প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) বণিক সদস্য সহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন।
অদ্যকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় ছয় শত বনিক সদস্যদের পছন্দের নেতৃত্বে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন: সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, (জানে আলম) (মাছ) প্রতীকে (২৬৯ ) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারোয়ার জাহান (ছাতা) প্রতীকে পেয়েছেন (২৫৮) ভোট। সাধারণ সম্পাদক পদপ্রার্থী, টিপু সুলতান (আম) প্রতীকে (২৬৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম ( চমশা)- প্রতীকে (১৯০) ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদপ্রার্থী তুহিন শাহ্- (মোরগ) প্রতীকে- (৩০৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী প্রণব হালদার রান্টু-( চাকা)- (১৯৬) ভোট পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) বণিক সদস্য সহ, সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বণিক প্রতিনিধিদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাদের দায়-দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য দোয়া প্রার্থনা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর