মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগে পৌর এলাকার ৯১০ জন ছাত্রী পেয়েছে উন্নত মানের ছাতা। শিক্ষা সহায়ক ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় তানোর পৌরসভা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে ছাতা তুলে দেন তানোর পৌরসভার প্রশাসক ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়েও ছাত্রীদের সচেতন করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা শুধু একটি উপহার নয়, বরং মেয়েদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের একটি প্রয়াস।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সরদার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস, এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী খান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তানোর পৌরসভার প্রধান হিসাবরক্ষক আব্দুস সবুর এবং কার্যসহকারী মাহাবুর রহমান। এসময় তানোর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার মোট ৯১০ জন ছাত্রীকে ১টি করে উন্নত মানের ছাতা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্ষাকালে ছাত্রীরা যেন ঝড়বৃষ্টি উপেক্ষা করেও বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।#