মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তানোর উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে গোল্লাপাড়া বাজার সংলগ্ন ফুটবল মাঠে পথসভায় মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা জামিনুর রহমান।
ঘোষিত ৫ দফা দাবিসমূহ: ১. জাতীয় সংলাপের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সময় নির্ধারণ। ২. পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির ভিত্তিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত। ৪. বর্তমান সরকারের অধীনে সংঘটিত জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ওলামা বিভাগের নেতা মাওলানা আব্দুর সিরাজুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন তানোর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান, মুন্ডুমালা পৌরসভা মেয়র পদপ্রার্থী ডা. সেকেন্দার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোকসেদ (তানোর ইউনিয়ন), জুয়েল রানা (কলমা ইউনিয়ন), মাওলানা আলী (কামারগাঁও ইউনিয়ন), অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম (বাঁধাইড় ইউনিয়ন), ও মাওলানা আফজাল হোসাইন (সরঞ্জয় ইউনিয়ন) প্রমুখ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শ্রমজীবী, কৃষক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর