প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ২:০১ পি.এম
তানোরে সাবেক মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
জানা যায় শুক্রবার ১ম দিনে মুন্ডুমালা ময়েনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুপস্থিতিতে উক্ত খেলার উদ্বোধন করেন খেলার আয়োজক কমিটির সভাপতি মুন্ডুমালা পৌর সভার ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি আজাহার আলী মাষ্টার, মুন্ডুমালা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম রেজা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্ডুমালা পৌর নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ফিরোজ কবির, মুন্ডুমালা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক ও আব্দুর রহিম প্রমুখ।
রাজশাহী জেলা যুবদল সদস্য বদিউজ্জামাল জুয়েল, বাঁধাইড় ইউপির সাবেক সদস্য আলহাজ মফিজ উদ্দিন, মুন্ডুমালা পৌর যুবদর আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম মাষ্টার, সদস্য সচিব আবু বাক্কার, মুন্ডুমালা পৌর ছাত্রদল আহবায়ক আজিম উদ্দীন প্রমুখ। জামিউর রহমান (পপেল), রেজাউল করিম রুবেল, শরিফ, এমরাম, টুটুল ও জিয়াউর রহমানের সার্বিক তত্বাবধানে ২দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
২দিন ব্যাপি মোট ১৬টিমের মধ্যে উক্ত ফুটবল টুর্ণামেন্টের আজ শুক্রবার ১ম প্রথম দিনে ৮টি টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী কাল শনিবার ২য় দিন ৮টি টিমের খেলা শেষে ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর