মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (২৩ আগস্ট) দুপুরে পৌর এলাকার আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে কল্যাণের পথে এগিয়ে নেয়, আর মিথ্যা অপপ্রচার জাতির সর্বনাশ ডেকে আনে। এলাকার সমস্যা, সাধারণ মানুষের দুর্ভোগ ও ছিন্নমূল মানুষের খবর তুলে ধরার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।” অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম, সেটি এখন বাস্তবায়নের পথে। ভবিষ্যতে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির নির্বাচন প্রতিষ্ঠিত হবে। এ পদ্ধতি চালু হলে দখলবাজি, মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজিসহ যাবতীয় অনিয়ম বন্ধ হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে যে ট্যাগ দেওয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। স্বাধীনতার সময়ে অনেক নেতা ভেবেছিলেন, দেশ স্বাধীন হলে ভারতীয় আধিপত্যের কাছে পরাধীন হয়ে পড়বে। আজ ৫৪ বছর পর তা-ই প্রমাণিত হয়েছে। আমরা দেশে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা নৈরাজ্যকারীদের দেখতে চাই না।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জুয়েল রানা।
এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল কালাম আজাদ, পৌর আমীর মাওলানা মুকসেদ আলী, কাজী মিজানুর রহমান, আফজাল হোসেন ও মাহবুরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তানোরে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর