মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার হোসেন (২৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে রাজশাহীর তানোর থানাধীন সমাসপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন, মো. মাসুদ রানা ওরফে পালু (৩৫) এবং শ্রী চন্দন (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দেলোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রম নজরদারিতে এনে সমাসপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয় এবং দেলোয়ারের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর তথ্য মতে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি চালাতো। তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করত। চিহ্নিত আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বর্তমানে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগেও তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর