মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইলফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী ১. মোঃ রবিউল ইসলাম (২৬), পিতা- আবছার আলী, সাং- গাকরন্দ্র, তানোর, রাজশাহী এবং ২. মোঃ রুবেল আলী (৩০), পিতা- মোহাম্মদ নওশাদ, সাং- রায়তানবর্ষ, তানোর, রাজশাহী কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইলফোন ও ১টি টিপ চাকু জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তানোর ও আশপাশের এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি সংগ্রহ করে পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, মাদক নির্মূলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর