প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:৫৪ পি.এম
তানোরে যুবককে সংঘবদ্ধভাবে পাশবিক নির্যাতন, ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় এক যুবককে সংঘবদ্ধভাবে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী যুবকের নাম ফয়সাল আলী (২৭)। তিনি মুন্ডুমালা পৌরসভার উত্তর পাড়া মহল্লার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিনি ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচজন অজ্ঞাতকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ফয়সালকে বন্ধুত্বের সুবাদে ডেকে নেয় একই এলাকার আজমুল্লার ছেলে রানা (২৭) ও জাইদুল (২২)। চা খাওয়ার কথা বলে তারা ফয়সালকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে কক্ষে আটকে ফয়সালের মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে চিৎকার করলে রানা তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার কমল ঘটনাস্থল থেকে ফয়সালকে উদ্ধার করেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর