মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহসভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রনজু প্রমুখ।
এ সময় উপজেলা, দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। পাশাপাশি গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শেষে উপজেলার ২৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে কল্যাণ সমিতির চেক তুলে দেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর