মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) হিরানন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী (৩৭) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদি হয়ে হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামানিকের পুত্র জসিমুদ্দিন প্রামানিককে (৬৪) আসামি করে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন।এদিকে মামলার প্রেক্ষিতে পুলিশ আসামি জসিমুদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
অভিযোগে বলা হয়েছে, আসামী জসিমুদ্দিন তার প্রতিবেশী ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের পথে প্রায়ই সময় ভিকটিমের দিকে কু-নজরে তাকাতো এবং কু- প্রস্তাব আসছিল। এমতাবস্থায় গত ২৯মে বুধবার রাত ৯টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জসিমুদ্দিন তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে।এসময ভিকটিমের চিৎকারে তার স্বজনেরা এসে জসিমুদ্দিনকে আটক করে ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ গিয়ে জসিমুদ্দিনকে আটক করেন। এসময় জসিমুদ্দিন ভিকটিমকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণের কথা শিকার করেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষণ মামলার প্রেক্ষিতে আসামি জসিমুদ্দিনকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর