মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। শিক্ষকদের অবদান স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস।
ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও ) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কোয়েল হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবর রহমান, ছাঐড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, তানোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বছর বিশ্ব শিক্ষক দিবসে মূল গুরুত্ব দেওয়া হয়েছে — ‘শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা । এই চ্যালেঞ্জিং সময়ে শিক্ষকরা তাঁদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন ও উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন।” আলোচনা শেষে উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর