মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে,গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে এবং তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর ও মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহিদুর ইসলাম রেজার পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব, ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বিএনপি নেতা ফিরোজ কবির,কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,ডাঃ মিজানুর রহমান,বাধাইড় ইউপির বিএনপির সভাপতি আলামিন হক পলাশ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক জারজিস মোল্লা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, শরিফ উদ্দিন মুন্সী, গোলাম মোর্তুজা, সুলতান আহম্মেদ মাস্টার, রায়হানুল ইসলাম রায়হান, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও তোফাজ্জুল হোসেন তোফাপ্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিন প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দিযেছেন।
তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারগণ তেমন কিছু বোঝেন না, তাই যেটা সাধারণ ভোটারগণ বোঝেন না,সেটা কোনো গ্রহনযোগ্য পদ্ধতি হতে পারে না। তিনি বলেন, বিএনপির একটি সুন্দর নিরপেক্ষ ও পরিচ্ছন্ন নির্বাচন চাই, যেখানে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।#