মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর তানোর উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলের নেতা-কর্মী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও তালন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।
এছাড়া বক্তব্য রাখেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সুলতান আহম্মেদ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা ও সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান ও সম্পাদক আব্দুল গাফফার, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ ও সম্পাদক ডায়মন্ড সরদার, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান ও সম্পাদক সাজ্জাদ হোসেনসহ উপজেলা ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অতীতের ভেদাভেদ ভুলে এখন সময় ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর