মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাঈমা খান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি তানোর পৌরসভার হরিদেবপুর, পাঁচন্দর ইউনিয়নের বিনোতপুর মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন তানোর থানার এসআই মাসুদ রানা, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে কথা বলে সজাগ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও নাঈমা খান সাংবাদিকদের বলেন, “পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আশা করি, এ বছর তানোরে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর