মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।গত ২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) গুড়ইল গ্রামে এই ঘটনা ঘটেছে।এঘটনায় কচুয়া দক্ষিন পাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র ইসরাফিল মন্ডল(৪০) বাদি হয়ে গুড়ইল চকিপাড়া গ্রামের মৃত লালবর মন্ডলের পুত্র জামাল উদ্দিকে(৫০) প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এনিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ইসরাফিল মন্ডলের লিখিত অভিযোগে বলা হয়েছে, তিনি একজন প্রসিদ্ধ ধান ক্রয়-বিক্রয় ব্যবসায়ী। গত ২৭ শুক্রবার বিকেলে ধান ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে আসামিদের সঙ্গে মনোমালিন্য হওযায় উক্ত আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে আসামিদের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে তার বড় ভাই শাহিন ইসলামের উপরে রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে, ১নং আসামি তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্য সাহিনের মাথা বরাবর আঘাত করে, কিন্ত্ত আঘাতটি তার বড় ভাই সাহিনের চোখের উপরে লাগিয়া মারাত্বক রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এছাড়াও ২নং আসামির হাতে থাকা ধানের বস্তা সেলাই করা সুচদ্বারা তার বুক বরাবর আঘাত করলে,সে হাতদ্বারা উক্ত আঘাতটি রক্ষা করতে গেলে সুচের আঘাত তার বাম হাতের আংগুলের উপর লাগে এতে গুরুত্বর জখম হয়। এমতাবস্থায় একপর্যায়ে সকল আসামিরা একজোট হয়ে তাকে ও তার ভাইকে এলোপাথাড়ী মারপিট করিতে থাকে এবং ৬নং আসামি তার মাথার উপরে বাঁশের লাঠিদ্বারা এলোপাথাড়ী মারপিট করে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় তার কাছে থাকা ধান কেনার নগদ ৪ লাখ ৯০ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় আসামিগণ।
প্রতক্ষদর্শীরা জানান, তাদের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আসামিদের কাছে থেকে তাদের বিধস্ত অবস্থায় উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পায়। তার এবং তার ভাইয়ের অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসার জন্য তাদের দু'ভাইকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাদের হাসপাতালে নেয়ার খবর পেয়ে আসামিরা দেশীয অস্ত্র সজ্জিত হয়ে হাসপাতালের ভিতরেই তাদের আবারো এলোপাথাড়ী মারপিট করে গুরুত্বর জখম করেছে। আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে এসব নিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ বা বেশী বাড়াবাড়ি তোকেসহ তোর বড়-ভাইকে প্রাণে মেরে ফেলবো এবং তোর ক্রয়কৃত মটরসাইকেল আগুন লাগাইয়া পুড়াইয়া দিবো।
প্রসঙ্গত, ১ নং ও ২নং আসামির কাছে থেকে ধান বিক্রয় বাবদ ৬২ হাজার ৭৮০ টাকা পাওনা রহিয়াছে। উক্ত টাকা চাইতে গেলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের মারপিট ও ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাদের মারপিট করে তাদের কাছে থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি )আফজাল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর