তানোর(রাজশাহী)প্রতিনিধি..............................................................
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা গ্রামে এক চা দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি রোবাবার ধানুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নয়মুদ্দিন বাদি হয়ে একই গ্রামের মৃত তাহারের পুত্র আব্দুল মজিদসহ ৪ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, গত ৭ জানুয়ারী রোববার দিবাগত রাত ৯টার দিকে বিবাদীগণ ধানুরা যুব উন্নয়ন ক্লাব ঘরে অবস্থিত চা দোকান ভাঙচুর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে।
এদিকে এঘটনার পর তিনি নিজের জমিতে দোকান করতে গেলে সেখানেও তারা বাধা দিয়েছে। এমনকি এঘটনায় আইনের আশ্রয় নিলে তাকে তারা গ্রামছাড়া করবেন বলেও হুমকি দিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসী। এবিষয়ে জানতে চাইলে নয়মুদ্দিন বলেন, তিনি ভোটের দিন ভোট দিতে যাননি। কিন্ত্ত তার পরেও নৌকার বিপক্ষে ভোট দেয়ার অভিযোগ তুলে তারা তার দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন মুঠোফোনে কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর