তানোর(রাজশাহী)প্রতিনিধি......................................................................
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার তালুকপাড়া মহল্লার বাসিন্দা মৃত বদিউজ্জামানের পুত্র একরামুল হক জাল দলিল সৃষ্টি করে জমি জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের মোস্তফা আলীর পুত্র শাহাদাৎ হোসেন এই অভিযোগ করেছেন।
এদিকে এখবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একরামুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, পৌর মেয়রের ঘনিষ্ঠ সহচর হওয়ায় তার ক্ষমতার দাপট দেখিয়ে একরামুল এসব জমি জবরদখল করেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টেটনা মৌজায় ৭৮২ ও ৭৮৫ নম্বর দাগে ১ দশমিক ৪১ একর সম্পত্তির মালিক টেটনা মহল্লার খগেন কর্মকারের স্ত্রী প্রমিলা কর্মকার।
এদিকে ২০২৩ সালের ১৪ জুন প্রমিলা কর্মকারের কাছে থেকে শাহাদাৎ হোসেন ক্রয় করেন। যাহার দলিল নম্বর ২৯০৩। তাং ১৪/০৬/২০২৩। এবিষয়ে জানতে চাইলে একরামুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল আসল না জাল সেটা আদালতে প্রমাণ হবে। তিনি বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঙ্খাপন করেছে।
এবিষয়ে জানতে চাইলে শাহাদৎ হোসেন বলেন, তিনি প্রমিলা কর্মকারের কাছে থেকে জমি কিনেছেন। কিন্ত্ত একরামুল হক জাল দলিল সৃষ্টি করে জমি জবরদখল করেছেন। এবিষয়ে প্রমিলা কর্মকার বলেন, তিনি শাহাদাৎ হোসেনের কাছে জমি বিক্রি করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর