মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলার মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫। “আমি কন্যা শিশু—স্বপ্ন দেখি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি-০২৬২ রাজশাহীর উদ্যোগে সংস্থার নিজস্ব হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি বাবুলাল টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজ উন্নয়নকর্মী এম,রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামেল মাড্ডি, বরেন্দ্র অঞ্চলের পুরোহিত রোভার রাজেন, ধীরেন ও সুরেশ ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফ্রান্সিস মারভি । দিনব্যাপী আয়োজনে কন্যা শিশুদের অংশগ্রহণে লোকসংগীত, লোকনৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি সাংবাদিক এম রায়হান আলী তাঁর বক্তব্যে বলেন, “মেয়েরা এখন আর বোঝা নয়, তারা সমাজ ও সংসারের দক্ষ কর্মী। গ্রামীণ জনপদে এখনো বাল্যবিবাহ কন্যা শিশুদের শিক্ষার পথে বড় বাধা। কন্যা শিশুদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল হতে হবে। জাতিকে সত্যিকারের শিক্ষিত করতে হলে কন্যা শিশুদের শিক্ষিত করা অপরিহার্য। কারণ কন্যা শিশু শিক্ষিত হলে মা শিক্ষিত হবে, আর মা শিক্ষিত হলে গোটা জাতি শিক্ষিত হবে।”
অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।#