মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে চুরি যাওয়া বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় তানোর থানা চত্বরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আদালতের নির্দেশে মামলার বাদিনী মোছাঃ মাবিয়া খাতুনের কাছে উদ্ধারকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাসমত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, “আল্লাহর অশেষ রহমতে তানোর থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস হতে এক বৃদ্ধা মহিলা, যিনি ক্যান্সারে আক্রান্ত, তার চুরি হয়ে যাওয়া ১১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পেরেছি। মহান আল্লাহর রহমতেই এই কঠিন কাজ সম্পন্ন সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, গত ২৯ জুলাই এ ঘটনায় তানোর থানায় এফআইআর নং-২২ (ধারা-৩৭৯ পেনাল কোড) মামলা দায়ের হয়। মামলার তদন্তে তানোর থানা পুলিশ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে অধিকাংশ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় স্থানীয়রা ওসি আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির জন্য এ ধরনের কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর