মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী জগিন্দর সরদার (৪৮) অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার জমিতে থাকা ধানের চারা, ঘাস পোড়ানো বিষ দিয়ে ধানগুলো পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই মৌজায়। এ ঘটনায় জগিন্দর সরদার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত একটি জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন। এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।
অভিযোগে বলা হয়, শনিবার গভীর রাতে জগিন্দর সরদার ও তার ছেলে দূর্জয় মানুষের চলাফেরার শব্দ শুনে জমির দিকে গেলে দেখতে পান, বিবাদীরা যোগসাজশে তার ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিচ্ছে। চিৎকার শুনে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধানক্ষেত দেখতে পান।
এ ঘটনায় সাক্ষী হিসেবে সরনজাই গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৪৫) ও মো. রইচ উদ্দিন (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর