মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে রাজশাহীর তানোর উপজেলায় দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘গেটকা প্রকল্পের’ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাক আলী। কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে নেতৃত্ব উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের সাথে নারীর সম্পৃক্ততা, জলবায়ু সংকট মোকাবেলায় স্থানীয় উদ্যোগ, জেন্ডার অন্তর্ভুক্তি ও এডভোকেসি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্থানীয়ভাবে চিহ্নিত বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও প্রণয়ন করা হয়, যা পরবর্তীতে স্থানীয় সরকার ও প্রশাসনের সহায়তায় বাস্তবায়ন করা হবে।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশন ফ্যাসিলিটেট করেন গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাস এবং তানোর উপজেলা সমন্বয়কারী সুদেশ চন্দ্র।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক মমিনুল ইসলাম মুন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা।#