মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুলসী রানী (৩৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতের কোনো এক সময়ে তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তুলসী রানী বাগমারা উপজেলার বিরকয়া গ্রামের অনীল চন্দ্র প্রামাণিকের মেয়ে এবং দুই সন্তানের জননী। ঘটনার পরদিন (১ আগস্ট) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্বামী প্রদীপ চন্দ্র (৪৫)সহ তিনজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন গৃহবধূর পিতা। পরে পুলিশ স্বামী প্রদীপকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছরের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। সম্প্রতি স্বামীর অবিবাহিত দুই বোনের উচ্চশিক্ষা নিয়ে দাম্পত্য জীবনে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী প্রদীপ চন্দ্র তাকে ধাক্কা দেন। এরপর অভিমান করে তিনি একা ঘরে চলে যান। পরদিন সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর