মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জের ধরে আহাদ আলী (৩০) নামে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২৪ আগস্ট রোববার দুপুরে তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত আহাদ আলী একই গ্রামের সাম মোহাম্মদ আলীর পুত্র। নিহতের স্ত্রী ও ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান,স্থানীয়দের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আত্মহত্যার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর