মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে একটি হিমাগারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।
হিমাগারের ব্যবস্থাপক আব্দুল খালেক জানান, রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৬/৭ জনের একটি ডাকাতদল প্রাচীর টপকে হিমাগারে ঢোকে। তারা প্রথমে সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং দায়িত্বরত দুই নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। এরপর অফিসকক্ষের তালা ভাঙতে থাকে। বাধা দিতে গেলে সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো হাঁসুয়ার আঘাতে জখম করে ডাকাতদল। পরে তাকে ফেলে রেখে অফিস কক্ষ থেকে প্রায় চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। প্রায় ২০ মিনিট ধরে এ ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে।
ডাকাতদল পালিয়ে যাওয়ার পর বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনা বিষয়ে কথা বলার জন্য তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম এবং জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে কয়েক দফা ফোন করা হলেও তারা ফোন ধরেননি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর