মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বুরুজ ব্রিজ ঘাট এলাকায় গভীর রাতে মুরগির বিষ্টা ফেলার সময় গ্রামবাসীর হাতে আটক হয় দুইটি ড্রাম ট্রাক। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি ট্রাক থানা গেটে নিয়ে যায় এবং অপরটি সেখানেই রেখে আসে। অভিযুক্তরা মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছে তানোর থানা।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে কাকনহাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্ম থেকে দুইটি ড্রাম ট্রাক মুরগির বিষ্টা নিয়ে আসে এবং বুরুজ ব্রিজ ঘাটের পানিতে ফেলতে গেলে এলাকাবাসী হাতে-নাতে তাদের আটক করে। বিষয়টি পুলিশকে জানানো হলে, তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাক থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানা গেটের সামনে রাখা ট্রাক থেকে ছড়ানো বিষ্টার দুর্গন্ধে এলাকাবাসী ও আশপাশের দোকানদাররা চরম দুর্ভোগে পড়েন। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
বুরুজ গ্রামের সরনজাই ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, “আমরা গ্রামবাসীরা মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে দুই ট্রাক ও চালকদের আটক করি এবং পুলিশে সোপর্দ করি। পরে মালিকপক্ষ মুচলেকা দিলে পুলিশ ট্রাকসহ চালকদের ছেড়ে দেয়।”
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, “ঘটনাটি সত্য। তবে কেউ লিখিত অভিযোগ করতে রাজি না হওয়ায় আমরা মুচলেকা নিয়ে ট্রাক ও চালকদের ছেড়ে দিয়েছি। ট্রাক থেকে দুর্গন্ধ কমাতে বিশেষ পাউডার ছিটানো হয়েছিল, তারপরও আশপাশের মানুষজন দুর্গন্ধে ভোগান্তিতে পড়েন।”
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে রাতের আঁধারে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ করছে কিছু অসাধু পোল্ট্রি ফার্ম। তারা দ্রুত এর স্থায়ী সমাধান চেয়েছেন প্রশাসনের কাছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর