মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলা ও মুন্ডমালা পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিব মোতালেব হোসেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন,মুন্ডুমালা পৌর ছাত্রদলের আহ্বায়ক আজিম উদ্দিন,মুন্ডুমালা পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমন,তানোর পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসিবুল হাসান,তানোর উপজেলার যুগ্ন আহ্বায়ক রাফছান জনি হিমেল,তানোর উপজেলা যুগ্ন আহ্বায়ক ওলিউজ্জান ওলি,মুন্ডুমালা পৌরসভা যুগ্ন আহ্বায়ক পলাশ,তানোর থানা ছাত্রদলের সদস্য রন্জু সহ বিভিন্ন ইউনিয়ন ও দুই টি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর