মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মহানগরীর কৃষক মোঃ মোজাহার আলী (৫৯) তাঁর চাষাবাদ করা জমি দখলের হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি জানান, গত দুই বছর ধরে তিনি বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকায় আহম্মদ হোসেন নামে এক ব্যক্তির জমি নিয়মিত চাষাবাদ করে আসছিলেন। মোজাহার আলীর ভাষ্য অনুযায়ী, জমির মালিক আহম্মদ হোসেন বর্তমানে চাকরির সুবাদে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এই সুযোগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে তাঁকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শালবাগান এলাকার ১. মোস্তাফিজুল ইকবাল (৬৫) ২. মিসেস ইফতার (৬০) ৩. হেলালুজ্জামান (৩০) তাঁকে ডেকে জোরপূর্বক জমি ছেড়ে দিতে বলে। এসময় তিনি জমির মালিকের নির্দেশ ব্যতীত জমি না ছাড়ার কথা জানালে, অভিযুক্তরা নিজেদের জমির মালিক দাবি করে এবং তাকে ভয় দেখিয়ে বলে জমি না ছাড়লে মাদক ব্যবসায়ী বা অনৈতিক কাজের সাথে জড়িত মর্মে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হবে। এছাড়া অভিযুক্তদের মারমুখী আচরণ, অকথ্য গালিগালাজ এবং পানির পাইপ কেটে দেওয়ার ঘটনাও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
এ বিষয়ে থানা কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর