মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নয়টি স্থানে পৃথকভাবে নির্বাচনী কেন্দ্র (সেন্টার) কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। রোববার দুপুর থেকে রাত ১০ পর্যন্ত এসব অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। তানোর কামারগাঁ ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ধানুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মালশিরা চৌবাড়িয়া বাজার চত্বর, মাদারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, পারিশো-দুর্গাপুর মাদরাসা মাঠ, শ্রীখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কামারগাঁ বাজার চত্বর, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও হাতিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব আলোচনা সভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসব অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।
আরও উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য এবং তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডা. মিজানুর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদল ও কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মণ্ডল, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, যুবদল নেতা রাজা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মাসুদ করিম ও মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে এসব সেন্টার কমিটি গঠনের উদ্যোগকে নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর