মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, ভোকেশনাল এবং এইচএসসি, আলিম ও কারিগরি পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক ছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)।
অনুষ্ঠানের বাস্তবায়নে ছিল তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও রাজশাহী জেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসি) রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী আঞ্চলিক পরিচালক আলমাস হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান। সংশ্লিষ্টরা জানান, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে, এসব শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পর্যায়ে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় অগ্রণী ব্যাংকের মাধ্যমে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই পুরস্কার শিক্ষার্থীদের শুধু সম্মাননা নয়, আগামী দিনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা। শিক্ষার্থীরা যেন দেশের সম্পদে পরিণত হয়, মানবিক মানুষ হয়—সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মো. আতাউর রহমান, বাশিস রাজশাহী জেলা আহ্বায়ক হযরত আলী মাস্টার, সহকারী অধ্যাপক মো. মফিজ উদ্দিন সরকার, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-অধ্যক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং শিক্ষাক্ষেত্রে তানোরের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা জাগিয়ে তোলে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর