প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ২:৫৭ পি.এম
তানোরে এফ এইচ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( FH) এফ এইচ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল(এফ এইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাম কমল সাহা,নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,রাতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার,আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম সহ এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।
প্রধান অতিথি লিয়াকত সালমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন,শিক্ষা জীবনের এই সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ।শিক্ষার্থীদের সততা,শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে খাতা,কলম, ক্যালকুলেটর সহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর