#আলিফ হোসেন,তানোর…………………………………………………………
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন। জানা গেছে, গত ৫ এপ্রিল শুক্রবার তানোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভদ্রখন্ড গ্রামে মৃত মোন্জাজ মন্ডলের বাড়িতে পারিবারিক ইফতার মাহফিল আয়োজন করা হয়। এদিন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও এমপি প্রার্থী জননেতা গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক, কামারগাঁ ইউপির দু’বারের সাবেক চেয়ারম্যান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক, মন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম, তানোর পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি রাজিব সরকার হিরো ও যুবলীগ নেতা সোহেল রানাপ্রমুখ।
এদিকে গোলাম রাব্বানীর উপস্থিতিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পারিবারিক ইফতার মাহফিল জনসভায় রুপান্তরিত হযেছে। নির্বাচনের মাঠে গোলাম রাব্বানি যে একটি ব্র্যান্ড এর মধ্যদিয়ে সেটা আবারো প্রমান হযেছে। ফলে উপজেলা নির্বাচনে জয়-পরাজয়ে গোলাম রাব্বানীর সমর্থন মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে। সম্প্রতি গত ২২ মার্চ শুক্রবার তানোর পৌরসভার কালিগঞ্জহাট, মাসিন্দা হালদারপাড়া, কাশিম বাজার ও আকচা মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ করেন আব্দুল্লাহ আল মামুন।
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আকুন্ঠ সমর্থন বিজয়ী হবার পথে মামুন ও তার কর্মী-সমর্থকদের আশাবাদি করে তুলেছে।এদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন।
আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্তs তারা তাদের কথা বলতে পারবেন, তাদের কথাও শোনবেন এমন একটা জায়গা তৈরী করতে চান। আওয়ামী লীগের আদর্শিক, পরিক্ষিত, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা মামুনের বিজয় নিশ্চিত করতে একট্টা।
ওদিকে বিএনপি প্রার্থী না দেয়ায় তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে বড় ভুমিকা রাখবে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#