মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে যুব ও শিশু ফোরাম, তানোর পৌরসভা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লাবলু খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সাঈদ হোসেন, ভিডিসি সভাপতি আলমাস আলী, সমাজসেবক সার্জেন্ট এম আলাল উদ্দিন প্রমোখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেকে যদি নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলেন, তবে তানোরসহ গোটা দেশ হবে আরও সুন্দর ও বাসযোগ্য।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন শহরের বিভিন্ন এলাকায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর