মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মোহনপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মী এম. রায়হান আলী।
সভায় বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডার ও-এনজিও’র প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষাসহ নানা বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি এম. রায়হান আলী বলেন, “শিশুদের সর্বপ্রথম শিক্ষা দিতে হবে পরিবার থেকেই। তারা অনুকরণপ্রিয়, তাই মা-বাবার আচার-আচরণ থেকেই শিখে থাকে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক।” তিনি আরও উল্লেখ করেন, শিশু সুরক্ষা বিষয়ে অভিভাবকদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন করা অত্যন্ত জরুরি।
আলোচকরা বলেন, শিশুদের কল্যাণে শুধু প্রতিষ্ঠান নয়, পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া শিশুর জীবনমান উন্নয়ন সম্ভব নয়। সভা সঞ্চালনা করেন ফ্রান্সিস মাল্টি। তিনি বলেন, “শিশুরা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে না, তাই তাদের নিয়ে চিন্তা করতে হবে অভিভাবকদেরকেই। সামাজিক আন্দোলন ও পারিবারিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর