মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি অফিসটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান এবং সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।
এসময় উপস্থিত ছিলেন তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজিব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অফিস পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন ভূমি কর্মকর্তাদের প্রতি জবাবদিহিতামূলক ও জনবান্ধব সেবা নিশ্চিতের আহ্বান জানান।
তিনি বলেন, জনগণ যেন সহজভাবে ও দ্রুততম সময়ে সেবা পান এটি নিশ্চিত করতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই সরকারের ডিজিটাল ভূমি সেবার লক্ষ্য সফল হবে। এ সময় তিনি ডিজিটাল রেকর্ড হালনাগাদ, ভূমি উন্নয়ন কর প্রদান ও নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর