প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ২:৪২ পি.এম
তানোরে অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী তানোরে অভ্যন্তরীণ বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১২ই মে সোমবার বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুকুল টুডু কামারগাঁ এলএসডি আতিক। তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও চাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান, চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব বলেন, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজী দরে অটো ও হাস্কিং মিল থেকে ৬২০ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১০৭২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এসময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান খাদ্য গুদাম পরিদর্শন ও কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর