মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার ২নং বাঁধাইড় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনসমূহের আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে “কর্মী সভা ২০২৫”। সাইধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী সভায় ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র। প্রধান বক্তা ছিলেন মোঃ আখেরুজ্জামান হান্নান, আহ্বায়ক, তানোর উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন মোঃ আল-আমিন হক (পলাশ), সভাপতি, ২নং বাধাইড় ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, ২নং বাধাইড় ইউনিয়ন বিএনপি জনাব মোঃ জারজিস মোল্লা, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নওশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ সভাপতি বাধাইর ইউপি, জনাব রাকিব, সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ফিরোজ, আহ্বায়ক, যুবদল (ইউপি) টুটুল, সদস্য সচিব, যুবদল নয়ন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, যুবদল এছাড়া কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ: নুরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, তানোর বিএনপি), তৌহিদুর রহমান রেজা (সাধারণ সম্পাদক, মুন্ডুমালা পৌর বিএনপি), মুস্তাফিজুর রহমান (সভাপতি), জাহিদ হোসেন, মুজিবুর রহমান, শামসুদ্দিন, আজাদ রহমান (সদস্য সচিব, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল), নাসির উদ্দিন মিঠু (আহ্বায়ক, কৃষক দল, তানোর উপজেলা), সাজ্জাদ হোসেন মোজাম্মিল, আবু শহীদ বাবু, আব্দুল মান্নান, ইয়াসিন, তোফাজ্জল হোসেন তোফা, লিটন, এমদাদুল হক ফিরোজ, টুটুল, মোয়াজ্জেম হোসেন, লুৎফর রহমান প্রমুখ। একই দিন দুইটি নতুন অফিস উদ্বোধন: কর্মী সভা শেষে ২নং বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস এবং পরে ৭ নম্বর ওয়ার্ডের জুমার পাড়া গনির মোড় এলাকায় আরেকটি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে একটি চা চক্রের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা: বক্তব্য পর্বে প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, “গত ১৭ বছরে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তার কোনো তুলনা নেই। আমরা ভোট দিতেও পারিনি। রাতের আঁধারে ভোট লুট করে নিয়ে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের আন্দোলন এখন শুধু বিএনপির নয়—জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার লড়াই। আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।” জামাত প্রসঙ্গে ইঙ্গিত করে মিজান বলেন, “১৯৯৬ সালে জামাত যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকত, তাহলে আওয়ামীলীগ কখনো ক্ষমতায় আসতে পারত না।” তৌহিদুর রহমান রেজা, কমিশনার বাবু সহ আরও অনেক নেতৃবৃন্দ কর্মীসভায় বক্তব্য রাখেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর