মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যে দলটি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী মুন্ডুমালা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক কর্মীসভা এবং নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মীসভায় সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতিত্ব করেন এবং সম্পাদকরা সঞ্চালনা করেন।
কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন জাতির অস্তিত্বের নির্বাচন। জনগণের অধিকার ফিরিয়ে আনার এই সংগ্রামে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠে শক্ত অবস্থান নিয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে সৎ, সাহসী ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে। বিএনপির মূল শক্তি তৃণমূল।তাই তৃণমূলকেই সংগঠিত ও সুসংহত করতে হবে। আমি বিশ্বাস করি, তানোর-গোদাগাড়ীর জনগণ অবাধ-নির্বাচনে তাদের রায় বিএনপির পক্ষেই দেবেন।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে হবে ভয় নয়, সত্য এবং জনগণের শক্তিই আমাদের মূল শক্তি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক (অব.) নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খান, কাউন্সিলর আতাউর রহমান, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, ফিরোজ কবির, তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন ও মামুন। কর্মীসভায় তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর