মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিলকুমারী বিলসহ উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাঙ্গাহীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ ও তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩৪৩ কেজি ওজনের বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে তানোরের বিলকুমারী বিল, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত দুটি পুকুর এবং চাপড়া এতিমখানা পুকুরে এসব পোনা ছাড় দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি এলাকার মানুষের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর