মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প’-এর আওতায় গঠিত লোকমোর্চা (সিভিক ফোরাম) ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরা হয়।
চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হচ্ছে। অচিরেই ভূগর্ভস্থ পানি দিয়ে কৃষিকাজ সীমিত না করা হলে এই সংকট আরও প্রকট হবে। এর প্রভাব শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায়ও পড়ছে। কৃষিকাজে শ্রমিকের চাহিদা কমে যাওয়ায় অনেকে পেশা পরিবর্তন করে অন্য এলাকায় রাজমিস্ত্রিসহ বিভিন্ন কাজে যাচ্ছেন। কিন্তু দক্ষতার অভাবে দুর্ঘটনা, অঙ্গহানি এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে।” তিনি এ সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানান এবং ডাসকো ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন লোকমোর্চার সম্পাদক ও উদ্যোক্তা নির্মল টুডু, সাংবাদিক মো. মমিনুল ইসলাম (মুন), ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) গঠন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর