রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে......................................
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও সমর্থক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুইয়া নিহত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি অনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন প্রমুখ ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক , রেজাউল করিম রেজা, আবু জাফর, অভিষেক, লেমন ,সুজন , মেহেদী সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সরকারিভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এসময় প্রতিবাদ সভাটি সঞ্চলনা করেন করতোয়া প্রতিনিধি বিপ্লব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর