
এর আগে জরুরি আইসিইউ সাপোর্টের জন্য পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা মেডিকেল থেকে প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়।
জানা যায়, গত শুক্রবার বিকেলে মাসুমা ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় বেড়াতে যাচ্ছিলেন।তারা ঢাকায় বাস থেকে নেমে দাঁড়িয়ে সিএনজির সাথে কথা বলছিলেন।তবে ভাড়ায় বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে।এরই মাঝে দুর্ঘটনার শিকার হোন তারা।
কিছুক্ষণ পর মাসুমার স্বামীকে প্রথমে উদ্ধার করা হয়।পরে তিনি জ্ঞান ফিরে দেখেন ওই সিএনজি ভেঙে লন্ডভন্ড। পরে মাসুমাকেও উদ্ধার করেন স্থানীয়রা। মাথায় প্রচন্ড আঘাত পান এবং মাথায় অনেকগুলো সেলাই পড়ে।
এদিকে সাংবাদিক মাসুমার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার সহকর্মীবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর