নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা আছে। সৎ নেতৃত্বের কারণে আগামীতে মানুষ জামায়াতকেই ভোট দেবে। ঢাকসু ও জাকসুর নির্বাচনে নিরঙ্কুস বিজয়ে তা প্রমাণ হয়েছে। শনিবার দুপুরে সিরতুননবী (সা.) উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান,আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর রাষ্ট্র পরিচালনার নীতি-আদর্শই আমাদের পাথেয়। আমাদের সেই নীতিই অনুসরণ করতে হবে।
গোদাগাড়ী পৌর ওলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মদ বজলুর রহমান সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, জেলার সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার,মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর