আবুল হাশেম : রাজশাহীর চারঘাট গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম। গত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হন মোসাঃ উম্মাতুন (৫০), তিনি রাজশাহী জেলার চারঘাট থানার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দীনের স্ত্রী।
এদিকে, ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট সারদা ট্রাফিক মোড় এলাকায় ডিউটি করার সময় তারা গোপন তথ্য পায়, যার ভিত্তিতে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মোসাঃ উম্মাতুনের বাসার কাছে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। তল্লাশির সময়, উম্মাতুনের কাছ থেকে একটি শপিং ব্যাগে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এরপর তার দেখানো মতে, ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী মোঃ মানিকও আছেন, যিনি কৌশলে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রাজশাহী জেলার ডিবি পুলিশ পলাতক মাদককারবারি মোঃ মানিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনার প্রেক্ষিতে, চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদককারবারি মোসাঃ উম্মাতুনকে আদালতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর