নাজিম হাসান,রাজশাহী:
ঢাকার রামপুরায় ডেল্টা হেলথকেয়ারে কার্মরত ডা: সাদি বিন শামস সহ অন্যদের মুক্তির দাবিতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর আয়োজনে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে কমপ্লিট শাটডাউন বা লংমার্চ টু ঢাকা ঘোষণা করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলে দুপুর ১ টা পর্যন্ত।
এসময় বক্তারা বলেন, ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারের সামনে গত ১৯ জুলাই রিকশা চালক ইসমাইলের ওপর ওপেন গুলি চালায় পুলিশ। সেই সময় ডেলটা হেলথকেয়ারে কর্মরত ছিলেন ডা: সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়ও ডা: সাদিকে লক্ষ্য করে পুলিশ গুলি করে যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ডা: সাদিকে বীর সন্তানের তালিকায় রাখা উচিত ছিলো। কিন্তু আজকে তাকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।
ডা: সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হতে পারে কমপ্লিট শাটডাউন ও লংমার্চ টু ঢাকা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,রাজশাহী মেডিকেল কলেজের প্রথম হতে ৫ম বর্ষের শিক্ষার্থীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর