রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি..............................................
ঠাকুরগাঁও -৩(পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে উৎসব মুখর পরিবেশে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, নৌকা মার্কায় মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহমেদ, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান ও ন্যাশনাল পিপল্স পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দীনের পক্ষে সাফি আল আসাদ মনোনয়নপত্র জমা দেন।
এদিকে একই আসনে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলামের কাছে আশা মুনি নামে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে গতকাল মনোনয়ন পত্র তুলেও সময় বিলম্ব করে সিরাজুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেননি।
উল্লেখ যে এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর