প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৪:৫৯ পি.এম
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন

মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে তারা আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। ঠাকুরগাঁওয়ের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার সুযোগ চান তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।
নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে সর্বোচ্চ পাঁচজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব। এর আগে বিএনপি মহাসচিব রিক্সায় আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে।
এদিকে আজ সোমবার দুপুরে মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার কাছে তিনি দলীয় সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ে দেখা গেছে এক ভিন্নধর্মী ও ব্যতিক্রমী চিত্র। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ ভ্যানে চড়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় মো. দেলাওয়ার হোসেন বলেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তবে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচন দেখতে পাবে। আমরা সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা করছি। এ সময় তিনি ভোটারদের প্রতি তাঁর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার।
এদিকে একই দিনে ঠাকুরগাঁও-২ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসন থেকে জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টারও নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা এর কাছে।
উল্লেখ্য, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সদর আসনে (ঠাকুরগাঁও-১) ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর